ফার্স্টলুক
প্রকাশেই হৈ চৈ ফেলে দিল ধর্মীয় কাহিনিতে নির্মিত তেলেগু সিনেমা ‘ওম নম
ভেঙ্কাটেশ্বর’। সিনেমার গল্প নয়, নায়িকা প্রজ্ঞা জেসওয়ালের স্বর্ণখচিত
পোশাকই এ আলোচনার কারণ। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন নাগার্জুন অকিনেনি,
আনুশকা শেঠি, সৌরভ
রাজ জৈন
ও বিমলা রমন। ফার্স্টলুক শেয়ার করে প্রজ্ঞা টুইটারের হ্যাসট্যাগে লেখেন
‘১৪কে গোল্ডলেহেঙ্গা’। এমন হ্যাসট্যাগের পর নায়িকার দিক থেকে সবার মনোযোগ
চলে যায় লেহেঙ্গার দিকে। তাই নিয়ে চর্চা হচ্ছে চারদিকে। প্রথম ঝলক বলে
দিচ্ছে এ পোশাকে শুধু হাঁটা-চলা নয়, নাচতেও হবে প্রজ্ঞাকে।
‘ওম নম
ভেঙ্কাটেশ্বর’ পরিচালনা করেছেন কে রঘাবেন্দ্র রাও। সিনেমাটি নির্মিত হয়েছে
দেবতা ভেঙ্কাটেশ্বরের ভক্ত হথিরাম বাবার জীবনী অবলম্বনে। ১৫০০ অব্দে
তিরুমালা মন্দিরের প্রেক্ষাপটে আবর্তিত হবে কাহিনী।
সিনেমায়
হথিরাম বাবার চরিত্রে দেখা দেবেন নাগার্জুন। আনুশকা করছেন বাবার ভক্ত
কৃষ্ণামালার চরিত্র। তবে প্রজ্ঞার ভূমিকা সম্পর্কে জানা যায়নি।