যশোর শহরের পুরাতন কসবা ও সদরের শানতলা এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ
ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার বিকেলে অভিযান চালায়। এ সময় ওই দুটি করাত কল
মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন। প্রতিষ্টান দুটি হচ্ছে
মেসার্স ইকবাল স মিল ও মেসার্স মনি স মিল।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার বদিউজ্জামান জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচারক
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার
উজ জামান করাত কল আইন ২০১২ সালের (৩)(১)/১২ ধারায় অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগের লাইসেন্স না থাকায় মেসার্স ইকবাল স মিলকে আট হাজার ও মেসার্স
মনি স মিলকে ছয় হাজার টাকা জরিমানা করেন।
Post Top Ad
Responsive Ads Here
Tuesday, November 22, 2016
যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৪ হাজার টাকা জরিমানা আদায়
Post Top Ad
Responsive Ads Here
যশোর নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে যশোরের সংবাদ এই স্লোগান নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০১০ সালে। বাংলাদেশের প্রথম জেলা ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। যশোর নিউজ থানা ভিত্তিক সংবাদ প্রকাশের পাশাপাশি জাতীয়, আন্তর্জাতিক, যশোর, প্রতিবেদন, শিক্ষা, বিনোদন, প্রযুক্তি, চাকরি, ভ্রমন ইত্যাদি বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে থাকে।