যশোরে টি আইবি তথ্য সেবা - যশোর নিউজ - Jessore News

Breaking

Post Top Ad


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 22, 2016

যশোরে টি আইবি তথ্য সেবা


ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক ইউথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট-ইয়েছ সচেতন নাগরীক কমিটি সনাক যশোর এক কর্মসুচি পালন করেছে। সোমবার সকাল ৯টায় যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের বহির বিভাগ এর সামনে এ তথ্য সেবা পারিচালিত করা হয়।
টি আইবি যশোরের এরিয়া ম্যানেজার এ.এইচ.এম আনিছুজ্জামানের নেতৃত্বে সনাক যশোরের ৯জন ইয়েছ সদস্য নিয়ে এ তথ্য সেবা দেয়া হয়। তাতে উপস্হিত ছিলেন ইয়েছ সহ.দলনেতা আশিকুল ইসলাম, আমিনুর রহমান, স্বপ্না দেবনাথ, সাবরিনা আখতার মেঘলা প্রমুখ।
প্রতিমাসে ১বার করে এ সেবা প্রদান করেন। তারা যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের বহির বিভাগ এর সামনে সোমবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত যশোরের বিভিন্ন থানা এলাকা থেকে হাসপাতালে আশা রোগীদের ডাক্তার, ওয়াড, ঔষধ ইত্যাদি বিষয়ে সার্বিক তথ্য প্রদানসহ রোগী সেবায় সহযোগিতা করেন।

Post Top Ad

Responsive Ads Here